।। সারাবলো প্রতি্নিধি, বাগেরহাট ।।
বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের ধাক্কায় হেলাল মোল্লা (৩০) নামে ইটভাঙ্গা মেশিনের এক চালক নিহত হয়েছেন। আহত হয়ছেনে আরও তনি জন। নিহত বেলাল মোল্লার বাড়ী মোড়লগঞ্জ উপজেলার বোরগুনা গ্রামের কালাম মোল্লার পুত্র।
রোববার ১১ই এপ্রিল সকাল ৯টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পরপরই স্থানীয় জনতা রাস্তায় ব্যারিকেড দেয়। পরে পুলিশ এলে যান চলাচল স্বাভাবিক হয়।
এসময় রূপসার বাগমারা গ্রামের মানিক মোল্লা (৩০), আবু বক্কার মোল্লা (২০) ও জীবন মোল্লা (২৫) নামের তিন শ্রমিক আহত হয়। তাদের তিলক কুদিরবটতলা সিএসএস হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
ট্রাকের চালক মোড়লগঞ্জের শেখপাড়া গ্রামের ইউসুব আলী খানের ছেলে রুবেল খান (২৬) কে আটক ও ঘাতক ট্রাকটি জব্দ করেছে বলে াটাখালি হাইওয়ে থানার ওসি আলি হোসেন জানান।