|| সারাবেলা প্রতিনিধি, সাভার(ঢাকা) ||
ঢাকা-আরিচা মহাসড়কে থেকে থাকা পেঁয়াজভর্তি ট্রাকের পেছনে নিয়ন্ত্রণহারিয়ে প্রাইভেটকারের ধাক্কায় দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে প্রাইভেটকারের আরো ৩ যাত্রী। মঙ্গলবার ১৩ই মার্চ সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজার সালেহপুর ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঢাকা জেলার দোহারের ফেরদৌস আলমের স্ত্রী পুতুল বেগম ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর থানার মিলন খাঁর ছেলে জামাল খাঁ।
এবিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান জানান, সকাল ৬টার দিকে ঢাকাগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণহারিয়ে থেমে থাকা পেঁয়াজভর্তি ট্রাকে ধাক্কা দেয়। এঘটনায় প্রাইভেটকারটি ধুমরে মুচরে যায়। এসময় প্রাইভেটকারে ড্রাইভারসহ ৫ জন ছিলেন। তাদের মধ্যে এক নারীসহ দুই জন ঘটনাস্থলেই মারা যান। এবং আহত ৩ জনকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।