প্রশিক্ষিত ৫টি ভারতীয় কুকুর পেলো বাংলাদেশ সেনাবাহিনী

শুভেচ্ছা উপহার হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত ৫টি কুকুর দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

|| সারাবেলা প্রতিনিধি, বেনাপোল ||

শুভেচ্ছা উপহার হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত ৫টি কুকুর দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। মঙ্গলবার দুপুর দুইটা সময় ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর এসএসএফ সদস্য এনামুল হকের কাছে বেনাপোল সীমান্তের নোম্যান্সল্যান্ডে প্রশিক্ষণপ্রাপ্ত এসব কুকুর হস্তান্তর করেন।

সাভার ক্যান্টমেন্ট থেকে আসা এসএসএফ সদস্য এনামুল হক ৫টি কুকুর দেওয়ার বিষয়টি নিশ্চিত বলেন, ভারতের উত্তর প্রদেশ সেনানিবাস থেকে কুকুরগুলো প্রথমে কলকাতার চাসাড়া সেনানিবাসে আনা হয়। সেখান থেকে পেট্রাপোল বিএসএফ ক্যাম্পে আনা হয়। পরে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষ করে আমাদের হাতে তুলে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

 

সংবাদ সারাদিন