প্রধানমন্ত্রীর উপহার পেলো সুনামগঞ্জের ৭৫০ পরিবার

সুনামগঞ্জে চলমান লকডাউনের কারণে ৭৫০ কর্মহীন ও অসহায় মানুষের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

|| সারাবেলা প্রতিনিধি, সুনামগঞ্জ  ||

সুনামগঞ্জে চলমান লকডাউনের কারণে ৭৫০ কর্মহীন ও অসহায় মানুষের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সকাল ১১টায় ষ্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে প্রথম দফায় পৌরসভার ৯  টি ওয়ার্ডের ৭৫০  টি কর্মহীন পরিবারের মধ্যে ১৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, এক কেজি পিয়াজ,এক কেজি লবন, এক লিটার তেল, চিড়া, মুড়ি, আটা ও সাবান বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, এ পর্যায়ে সুনামগঞ্জ জেলার ১১ টি উপজেলার দুই হাজার পরিবারকে উপহার সামগ্রী প্রদান করা হবে। এজন্য ২০ লক্ষ টাকা বরাদ্দ এসেছে। আরো ১২ লক্ষ টাকা বরাদ্দ এসেছে। ইতিমধ্যেই প্রতি উপজেলার উপহার পাঠিয়ে দেয়া হয়েছে।

তিনি আরও জানান সুনামগঞ্জে চলমান লকডাউন জনিত কারণে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এদের মধ্যে প্রথম দফায় তৃতীয় লিঙ্গ, নাপিত, মুচি, হোটেল শ্রমিক, পরিবহণ শ্রমিক, রিক্সা চালক, দিনমজুর সহ সুনামগঞ্জ পৌর এলাকার ৭৫০ এবং জেলায় দুই হাজার পরিবারকে এ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। এ রকম উপহার বিতরণ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

স্বাস্থ্য বিধি মেনে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জসীম উদ্দিন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ সদর উপজেলার ইউএনও ইমরান শাহরিয়ার, এনডিসি মোহাম্মদ সম্রাট হোসেন, সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাহিদুর রহমান, সহকারী কমিশনার রিফাতুল হক, মেহেদী হাসান, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ স¤পাদক অমল কর প্রমুখ।

সংবাদ সারাদিন