সারাবেলা প্রতিনিধি, হবিগঞ্জ
মহামারি করোনা থেকে বাঁচতে গোটা বিশ্ব এখন ভ্যাকসিনের পেছনে ছুটছে। বাংলাদেশও টিকা পেতে ভারতের সঙ্গে চুক্তি করেছে। ভারতের সেরাম ইনস্টিটিউটের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন চলতি মাসের ২১ থেকে ২৫শে জানুয়ারির মধ্যে বাংলাদেশে আসবে।
ভ্যাকসিন পাওয়ার পর তা কীভাবে প্রয়োগ করা হবে, কোন জেলায় কতো সংখ্যক মানুষকে এ ভ্যাকসিন দেওয়া হবে, তা নিয়ে কাজ করছে বাংলাদেশ সরকার।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে দেশের কোনো বিভাগে কতো জন টিকা পাবেন, তা নির্ধারণ করা হয়েছে এ বিষয়ে টিকা বিতরণ পরিকল্পনাও করা হয়েছে।
এই পরিকল্পনাতে সিলেট বিভাগের চার জেলায় প্রাথমিকভাবে ১০ লাখ ৩২ হাজার টিকা দেওয়া হবে। ‘কোভিড-১৯ ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন প্ল্যানে’ দেখা গেছে, হবিগঞ্জ জেলার জন্য প্রথম ধাপে ২ লাখ ১৭ হাজার ৫৩৮ ডোজ টিকা দেওয়া হবে।
হবিগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান জানান, প্রথম এবং দ্বিতীয় ধাপে আসা টিকাগুলো সাধারণ মানুষের পাওয়ার সম্ভাবনা খুবই কম। ঢাকা থেকে আমাদের কাছে টিকা দেওয়ার জন্য ১৫টি ক্যাটাগরি পাঠানো হয়েছে। এর মধ্যে এক নম্বরে রয়েছেন সরকারি স্বাস্থ্যকর্মীরা এরপর বেসরকারী স্বাস্থ্যকর্মী বা করোনার সাথে সংশ্লিষ্ট যারা।
পরবর্তীতে সরকারি কর্মকর্তারা, আইনশৃঙ্খলাবাহীনির সদস্যরা পাবেন। তিনি আরও জানান এ ব্যাপারে একটি টিকা ডিস্ট্রিবিউশন জেলা কমিটি গঠন করা হয়েছে।
উক্ত কমিটির সভাপতি জেলা প্রশাসক, সদস্য সচিব সিভিল সার্জন এবং সদস্য হিসেবে রয়েছে পুলিশ সুপার। আসছে মঙ্গলবার ডিস্ট্রিবিউশন কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে টিকা বিতরণ সম্পর্কে সিদ্ধান্ত হবে। তবে প্রথম ধাপে টিকা দেওয়ার যে ১৫টি ধাপ রয়েছে সেটিতে গণমাধ্যম কর্মীরাও রয়েছেন বলে জানান তিনি। |