প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসব করলো জয়পুরহাট স্বেচ্ছাসেবক লীগ

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বঙ্গবন্ধুর দৌহিত্র সজিব ওয়াজেদ জয় এর জন্মদিন উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

|| সারাবেলা প্রতিনিধি, জয়পুরহাট ||

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বঙ্গবন্ধুর দৌহিত্র সজিব ওয়াজেদ জয় এর জন্মদিন উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা আ’লীগের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক এ. ই. এম মাসুদ রেজার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল। আরও বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস. এম সোলায়মান আলী, এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, এ্যাড. মোমেন আহমেদ চৌধুরী জিপি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম খাঁন সহ জেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও পুরানাপৈল ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত।

সংবাদ সারাদিন