প্রতিবন্ধী সবুজের বাড়িতে গিয়ে খোঁজ নিলেন ওসি

সবুজ (২১) (শারীরিক প্রতিবন্ধী) বাড়িতে হঠাৎ করে রোববার বিকেলে উপস্থিত সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন।

|| সারাবেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর ||

লক্ষ্মীপুর সদর উপজেলার ভাঙ্গাখাঁ ইউপিস্থ রাজিবপুর আবদুল মান্নান এর পুত্র মোঃ সবুজ (২১) (শারীরিক প্রতিবন্ধী) বাড়িতে হঠাৎ করে রোববার বিকেলে উপস্থিত সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন।

এসময় তার শারীরিক খোঁজখবর নেয় এবং খাদ্য সহায়তা ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী তুলে দেন।

এ দিকে প্রতিবন্ধীর বাড়িতে ওসি এলাকায় এ খবর ছড়িয়ে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ ওই প্রতিবন্ধীর বাড়িতে এসে ভিড় জমায়।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, চলমান লকডাউন ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য ও উপহার সামগ্রী দিয়েছি প্রতিবন্ধী সবুজ কে। চেষ্টা করেছি নিজের পক্ষ থেকে কিছু করার জন্য। ভবিষ্যতে আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগীতা করে যাবো।

সংবাদ সারাদিন