|| সারাবেলা প্রতিনিধি, রামপাল (বাগেরহাট) ||
রামপালে পূর্ব শক্রতার জের ধরে খাবারের সাথে বিষ দিয়ে প্রতিপক্ষ পরিবারকে হত্যার চেষ্টার ঘটনার মামলায় দুইজনকে আটক করে বাগেরহাট জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় সোমবার মামলা দায়েরের পর তাদেরকে আটক করে পুলিশ।
মামলার বিবরণে জানা যায়, উপজেলা সদরের ঝনঝনিয়া গ্রামের মো: মোজাহিদুল ইসলামের (৩০) পরিবারের সাথে একই এলাকার বেনজির মোড়ল (৫০) পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে প্রতিপক্ষ বেনজির মোড়ল (৫০) ও আজমল শেখ (৩৩) বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কোন লোকজন না থাকায় মোজাহিদুলের বসত বাড়ীর রান্না ঘরে ঢুকে রান্না করা তরকারীর মধ্যে কীটনাশক (বিষ) ও ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে যায়। যাওয়ার সময় মোজাহিদুলের পিতা জামাল উদ্দিন তাদেরকে দেখে ফেলে।
কিন্তু তিনি বুঝতে পারেননি যে তারা খাবারের সাথে বিষ মিশিয়ে দিয়ে গেছে। এরপর ওই রাতে মোজাহিদুলের পিতা আলহাজ জামাল উদ্দিন (৫৫), মাতা সুফিয়া বেগম (৪৫), ভাই শহীদুল ইসলাম (১৮), দুলাভাই আসাদুজ্জামান (৩০), অন্তস্বত্বা বোন সুমাইয়া বেগম (২২) ও স্ত্রী নুরানী বেগম সেই বিষ মিশ্রিত খাবার পেয়ে অচেতন ও অসুস্থ্য হয়ে পড়ে।
পরদিন সকালে মোজাহিদুল ঘের থেকে বাড়ীতে ফিরে সকলকে ঘরের যেখানে সেখানে অচেতন ও অসুস্থ্য পড়ে থাকতে দেখে লোকজন ঢেকে হাসপাতালে ভর্তি করেন। পরিবারের লোকজন কিছুটা সুস্থ্য হয়ে উঠলে শনিবার মোজাহিদুল এ ঘটনায় বেনজির মোড়ল ও আজমল শেখকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। মামলা রেকর্ডের পর ওই দিন রাতে তাদেরকে আটক করে বাগেরহাট জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামসুদ্দীন বলেন, পূর্ব শক্রতার জের ধরে খাবারে বিষ মিশিয়ে হত্যার চেষ্টার ঘটনায় দুইজনকে আটক করে বাগেরহাট জেলহাজতে পাঠানো হয়েছে। আসামীদের আরো জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড চাওয়া হবে বলে জানান তিনি।