প্রতারণার মামলায় কারাবন্দী শিক্ষক সাময়িক বরখাস্ত

সাইফুল ইসলাম মজনুর বিরুদ্ধে অর্থ আত্নসাতের সিআর ৪২৩/১৯ নম্বর মামলায় আদালত গত ১৯শে জানুয়ারি তাকে কারাগারে পাঠান। এজন্য তাকে সেই তারিখ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

|| সারাবেলা প্রতিনিধি, গাইবান্ধা ||

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় প্রতারণার মামলায় কারাবন্দী নামাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম মজনুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসেন আলী বলেন , সাইফুল ইসলাম মজনু সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের চরখোর্দ্দা নামাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসেন আলী বলেন, সাইফুল ইসলাম মজনুর বিরুদ্ধে অর্থ আত্নসাতের সিআর ৪২৩/১৯ নম্বর মামলায় আদালত গত ১৯শে জানুয়ারি তাকে কারাগারে পাঠান। এজন্য তাকে সেই তারিখ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রসঙ্গত, সাইফুল ইসলাম মজনু বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত তরুন প্রি-ক্যাডেট স্কুলে শিক্ষক ও কর্মচারী নিয়োগের সময় ডোনেশনের নামে ৬ জনের কাছ থেকে ১১ লাখ টাকা হাতিযে নেন। গত ২০১৬ সালে জানুয়ারী মাসে তারা কাজে যোগ দেন।

মাসশেষে বেতন না দিয়ে সাইফুল ইসলাম মজনু বলেন, চাকরিদাতা প্রতিষ্ঠান যখন বেতন দেবেন তখন আপনারা এক সাথে সব মাসের বেতন পেয়ে যাবেন। ২০১৮ সাল পর্যন্ত কোন বেতন ভাতা না পেয়ে তারা জামানতের টাকা দাবি করেন। জামানতের টাকা ফেরত দিতে তালবাহনার একপর্যায়ে টাকা দিতে অস্বীকার করে সাইফুল ইসলাম মজনু। বাধ্য হয়ে আদালতে মামলা করেন আব্দুল মজিদ মিয়া।

সংবাদ সারাদিন