|| সারাবেলা প্রতিনিধি, উলিপুর (কুড়িগ্রাম) ||
উলিপুরের নদী ও জলপ্রবাহ নিয়ে রচিত গ্রন্থের প্রকাশনা উৎসব হয়ে গেলো শুক্রবার ১৯শে মার্চ সন্ধায় উলিপুর বণিক সমিতি কার্যালয়ে। “উলিপুরের নদী ও জলপ্রবাহ” গ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম-৩(উলিপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। বিশেষ অতিথি পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু।
প্রভাষক স.ম আল মামুন সবুজ ও মিনহাজ আহমেদ মুকুলের সঞ্চালচনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ছোট নদী সম্পাদক ও “উলিপুরের নদী ও জলপ্রবাহ” গ্রন্থের লেখক প্রভাষক আবু হেনা মুস্তফা, উলিপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ দেবব্রত রায়, বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সৈয়দা উম্মে হাবিবা পলি, এ্যাডভোকেট আব্দুস সালাম, এড. বজলুর রশীদ, এড. প্রদীপ, পার্থ সারথি, রংপুর বেতারের শিল্পী পঞ্চানন রায়, জাহানুর রহমান খোকন প্রমুখ।