পৌরভোটে সুনামগঞ্জে ২৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

দ্বিতীয় দফা পৌরভোটে সুনামগঞ্জে ২৬জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এদের মধ্যে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছে ৩জন আর কাউন্সিলর পদে ২৩জন।

|| সারাবেলা প্রতিনিধি, সুনামগঞ্জ ||

দ্বিতীয় দফা পৌরভোটে সুনামগঞ্জে ২৬জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এদের মধ্যে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছে ৩জন আর কাউন্সিলর পদে ২৩জন। নির্বাচন অফিস সূত্র জানায়, জেলার জগন্নাথপুর পৌরসভায় মেয়র পদে জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীরা হলেন বিএনপি মনোনিত প্রার্থী হাজী হারুনুজ্জামান, দুই স্বতন্ত্র প্রার্থী আমজদ আলী শফিক ও বিষ্ণু চন্দ্র রায়।

অন্যদিকে কাউন্সিলর পদে জামানত বাজেয়াপ্ত প্রার্থীরা হলেন- ১নং ওয়ার্ড থেকে আব্দুল ওয়াহাব ও আলাউর রহমান, ৪নং ওয়ার্ড থেকে সাবেক কাউন্সিলর সুহেল আমিন, তাইফুর রহিম নাহিদ, আব্দুল কাইয়ুম বাবর, ফজর আলী, কবির মিয়া ও বাবুল আহমদ বাবুল, ৫নং ওয়াড থেকে মঈন উদ্দিন, ৬নং ওয়ার্ড থেকে আলী হোসেন, ৭নং ওয়ার্ড থেকে সৈয়দ জিতু মিয়া এবং ৮নং ওয়ার্ড থেকে শাহানুল হক।

ছাতক পৌরসভায় সংরক্ষিত কাউন্সিলর পদে জামানত বাজেয়াপ্ত প্রার্থীরা হলেন- ১নং ওয়ার্ডে মোছাম্মৎ রুবিয়া বেগম ও সামসুন নাহার, ২নং ওয়ার্ডে রুহেনা চৌধুরী, ৩নং ওয়ার্ডে নাজমা বেগম ও জেসনা বেগম।

আর সাধারণ কাউন্সিলর প্রার্থীরা হলেন- ২নং ওয়ার্ডে বেলায়েত হোসেন, ৩নং ওয়ার্ডে বারাম আলী, ৪নং ওয়ার্ডে রাশিদ আলী, ৬নং ওয়ার্ডে দেলোয়ার মাহমুদ জুয়েল, ৭নং ওয়ার্ডে হিমাংশু দাস উত্তম, ৮নং ওয়ার্ডে আলী আহমদ।

এঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর ও ছাতক উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান ও ফয়েজুর রহমান এই প্রতিবেদককে বলেন- নির্বাচনে অংশ গ্রহণকারী কোন প্রার্থী যদি মোট প্রাপ্ত কাস্টিং বৈধ ভোটের ৮ ভাগের মধ্যে ১ ভাগের নিচে ভোট পায়, হলে সেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়ে যায়।

আর উপরের উল্লেখিত দুই পৌরসভা নির্বাচনে অংশ গ্রহণকারী ২৬জন প্রার্থী ১ ভাগের নিচে ভোট পাওয়ার কারণে নির্বাচনী বিধিমালা অনুয়ারী তাদের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।

সংবাদ সারাদিন