|| সারাবেলা প্রতিনিধি, জামালপুর ||
জামালপুর সদর, ইসলামপুর ও মাদারগঞ্জ পৌরসভায় পঞ্চম ধাপে ভোট হবে আসছে ২৮শে ফেব্রুয়ারি। আর এই ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। এই ইভিএমে কীভাবে ভোট দিতে হবে সেটা জানাতে ভোটারদের জন্য শুক্রবার আয়োজন করা হয় মকভোটিং। জামালপুরের ৩ পৌরসভার ৬৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় মকভোটিং। এসব মকভোটিংয়ের একটি অনুষ্ঠিত হয় জামালপুর পৌর শহরের সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয়ে।
দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। শুক্রবার বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-০২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত পত্রের মাধ্যমে জানানো হয়েছে, আগামী ২৮শে ফেব্রুয়ারি ভোট গ্রহণের জন্য নির্ধারিত জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
এদিকে জামালপুর, মাদারগঞ্জ ও দেওয়ানগঞ্জ পৌর নির্বাচনে প্রচারকার্যক্রম শেষ হচ্ছে শুক্রবার রাত ১২টায়। আসছে রোববার ২৮শে ফেব্রুয়ারি ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হবে।
জামালপুর জেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার গোলাম মোস্তফা জানান, পৌরসভা নির্বাচনকে সামনে রেখে এই মকভোটিংয়ের আয়োজন করা হয়। জামালপুরের ৩টি পৌরসভার ৬৫টি কেন্দ্রে একযোগে নতুন পদ্ধতি ইভিএম এর মকভোটিং অনুষ্ঠিত হয়। এরইমধ্যে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শেষ করেছে জেলা নির্বাচন কমিশন। শনিবার (আগামিকাল) সব কেন্দ্রে ভোটের সরঞ্জাম পৌঁছে যাবে। নির্বাচনে সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
জামালপুরের তিন পৌরসভার ৬৫টি ভোট কেন্দ্রের ৫১৯টি কক্ষে ১লাখ ৬৪ হাজার ২৫ জনের মধ্যে পুরুষ ভোটার ৯৭ হাজার ৩১৪ জন আর নারী ভোটার ৮৪ হাজার ৭১১ জন তাদের ভোট দেবেন।
নির্বাচনে জামালপুর সদর, ইসলামপুর ও মাদারগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১০ জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৯৬ জন এবং সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।