পূনর্বাসন চান সিরাজগঞ্জে মিরপুর হায়দারপাড়া ভূমিহীনরা

যথাযথ পূনর্বাসন চান সিরাজগঞ্জের কাটাখালী উন্নয়নের স্বার্থে স্বেচ্ছায় বসত-বাড়ি ছেড়ে যাওয়া নদীভাঙ্গা ভূমিহীনরা। এজন্য তারা মঙ্গলবার ৯ই ফেব্রুয়ারি সকালে শহরের মিরপুর হায়দার পাড়ায় মানববন্ধন করেছেন।

|| সারাবেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ||

যথাযথ পূনর্বাসন চান সিরাজগঞ্জের কাটাখালী উন্নয়নের স্বার্থে স্বেচ্ছায় বসত-বাড়ি ছেড়ে যাওয়া নদীভাঙ্গা ভূমিহীনরা। এজন্য তারা মঙ্গলবার ৯ই ফেব্রুয়ারি সকালে শহরের মিরপুর হায়দার পাড়ায় মানববন্ধন করেছেন। এতে এলাকার তিনশ’র বেশী পরিবারের সবাই অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদের জেলা আহবায়ক নব কুমার কর্মকার , বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, আব্দুল করিম, গাজী জব্বার আলী, কাউন্সিলর মো. আরজু, মোমিন ইসলাম, দেলোয়ার হোসেন , শাহজাহান আলী প্রমূখ।

বক্তারা বলেন, এই ভূমিহীনরা সরকারের উন্নয়নের স্বার্থে,স্বেচ্ছায় নিজেদের বসতভিটা ছেড়ে দিলেও  তারা সেই সময় পূর্নবাসনের দাবী করেছিলেন এবং কর্তপক্ষ তাদের প্রতিশ্রুতিও দিয়েছিলেন।  কিন্তু দুঃখজনক হলেও সত্য যে  এই মানুষগুলো এখন ছিন্নমূলে পরিণত হয়েছে।

তারা আরও বলেন, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, ও বাসস্থান যেহেতু সাংবিধানিক মৌলিক অধিকার।  তািই এসব ভূমিহীনদের পূর্নবাসনের ব্যবস্থা সরকারেই করতে হবে। অন্যথায় এই আন্দোলন অব্যাহত থাকবে।

উল্লেখ্য, যমুনার ভয়াবহ ভাঙ্গনে ১৯৭৩ সালে এই পরিবারগুলোকে সেসময়ের সংসদ সদস্য  সৈয়দ হায়দার আলী  এদেরকে নিজের নামে করা হায়দার পাড়ায় পূর্নবাসন করেন।

 

সংবাদ সারাদিন