পুরান ঢাকায় দুই কোটি টাকার নিষিদ্ধ পলিথিনসহ গ্রেফতার ১০

রাজধানীর পুরান ঢাকায় দুই কোটি টাকার নিষিদ্ধ পলিথিনসহ দশ জনকে গ্রেফতার করেছে ৠঅব এর ভ্রাম্যমান আদালত। সোয়ারীঘাটে অননুমোদিত পলিথিন উৎপাদন মজুত ও বিক্রির দায়ে পাঁচটি প্রতিষ্ঠান সিলগালা করেছে র‌্যাব। গ্রেফতার প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন র‌্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

।। সারাবেলা প্রতিবেদন ।।

রাজধানীর পুরান ঢাকায় দুই কোটি টাকার নিষিদ্ধ পলিথিনসহ দশ জনকে গ্রেফতার করেছে ৠঅব এর ভ্রাম্যমান আদালত। সোয়ারীঘাটে অননুমোদিত পলিথিন উৎপাদন মজুত ও বিক্রির দায়ে পাঁচটি প্রতিষ্ঠান সিলগালা করেছে র‌্যাব। গ্রেফতার প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন র‌্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া অভিযান চলে দুপুর আড়াইটা পর্যন্ত। চকবাজার থানাধীন সোয়ারিঘাটের দেবী দাস ঘাট লেন ও হাজী বিল্লু রোডে অভিযান চালিয়ে ২৫ ট্রাক অবৈধ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

তিনি সংবাদ সারাবেলাকে বলেন, পরিবেশ অধিদফতরের সহযোগিতায় পলিথিনের কারখানায় ও মজুতের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় অভিযান পরিচালনা করা হয়। অবৈধ পলিথিন ব্যবসায়ী হাজী জুয়েলের মালিকাধীন দুটি প্রতিষ্ঠান জে.কে লিমিটেডি ও ফ্রেশ রোল লিমিটেডিসহ পাঁচটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে। অভিযানে প্রথমে ১৬ জনকে আটক করা হয়। পরে তাদের মধ্যে থেকে ১০ জনকে গ্রেফতার দেখানো হয়। প্রত্যেকের বিরুদ্ধে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, মজুত ও বিক্রি করায় পাঁচটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়। অভিযানে পাঁচটি কারখানা থেকে দুই কোটি টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলা করবে পরিবেশ অধিদফতর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন