|| সারাবেলা প্রতিনিধি, জামালপুর ||
জামালপুরে ৫ মাস বয়সী শিশুপুত্র আসিককে হত্যা করায় বাবা মোস্তফাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খান এই রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, ২০১১ সালের ২০শে মে বকশীগঞ্জ উপজেলার টুপকারচর গ্রামে স্ত্রী রোজিনা বেগমের সাথে মোবাইল ফোন কেনা নিয়ে স্বামী মোস্তফার কথা কাটাকাটি হয়। তর্কবিতর্কের এক পর্যায়ে স্ত্রীর ওপর রাগ করে মোস্তফা তার ৫ মাস বয়সী শিশুপুত্র আসিককে ঢেকির সাথে মাথায় আঘাত করলে মারা যায় আসিক। পরে স্থানীয়রা মোস্তফাকে আটক করে পুলিশে দেয়।
আসামি বর্তমানে পালিয়ে রয়েছে।