|| সারাবেলা প্রতিনিধি, মৌলভীবাজার ||
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে সুভাষ ভর নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ৪ঠা মার্চ দুপুরের দিকে শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন এই জরিমানা করেন। দণ্ড পাওয়া সুভাষ ভর উপজেলার ৩নং সদর ইউনিয়নের রাধানগর এলাকায় বাসিন্দা।
জানা গেছে, সুভাষ ভর দীর্ঘদিন ধরে পাহাড় কাটছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইন ৬ এর “খ” লঙ্গনের দায়ে এ অর্থদণ্ড করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজারে সহকারী পরিচালক বদরুল হুদা ও শ্রীমঙ্গল থানার এসআই কামরুল হাসান প্রমুখ।