পাবনা উপনির্বাচন নিয়ে সংশয় রিজভীর, বিএনপি প্রার্থী চূড়ান্ত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পাবনা-৪ আসনের উপনির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন ।

।। সারাবেলা প্রতিবেদন ।।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পাবনা-৪ আসনের উপনির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন । তিনি বলেন, ‌’পাবনায় কতটুকু সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে সেটা বলা মুশকিল।’ তিনি আরো বলেছেন ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের চিরাচারিত ভোট, নির্বাচন ও গণতন্ত্র পাল্টে দিয়েছেন। এখন তো দিনের ভোট আগের রাতে হয়ে যায়।’ উপনির্বাচনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্যকে মনোনয়ন দিতে চলেছে দলটি।

আজ সোমবার (৩১ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পাবনা-৪ আসনের উপনির্বাচনে দলের মনোনয়ন ফরম জমা নেওয়ার সময় এসব কথা বলেন তিনি। এই আসনে দলের মনোনয়ন ফরম জমা দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব।

রিজভী বলেন, ‘ভোটাররা এখন ভোটকেন্দ্রে যান না, নির্বাচনের দিন সেখানে বিচরণ করে চতুষ্পদী প্রাণী। এই ঐতিহ্য তৈরি করেছে আওয়ামী লীগ।

প্রতি মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেনশনে থাকেন দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘একটাই আতঙ্ক থাকে তার মধ্যে, কোনও দিক দিয়ে যদি জনগণের বিস্ফোরণ হয়ে যায় এবং ভোটকেন্দ্রে যদি জনগণের একটা ফ্লো তৈরি হয়ে যায়; তাহলে সরকার তো টিকতে পারবে না।’

রিজভী বলেন, ‘আন্দোলনের অংশ হিসেবে পাবনা-৪ আসনের উপনির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। এর মাধ্যমে আমাদের স্পেসকে বাড়ানোর চেষ্টা করবো। এখানে বাধা দিলে সেই বাধাকে অতিক্রম করে ভোটাররা যাতে ভোটকেন্দ্রে যান, সেই লক্ষ্যে কাজ করবেন আমাদের প্রার্থী।’

‘বিএনপি নির্বাচনে হারার আগেই হেরে যায়’—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির এই নেতা বলেন, ‘আমরা যদি হারার আগেই হেরে যাই, তাহলে তারা কেন রাষ্ট্র ক্ষমতাকে কব্জা করে পরাজিত হওয়ার আগেই নিজেদের বিজয়ী ঘোষণা করেন। আওয়ামী লীগ নির্বাচনে হেরে যায় বলেই, দিনের ভোট রাতে করে। এখন তো আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে ব্যালট বাক্স পূরণ করলেই নিজেরা বিজয়ী হওয়া যায়। জনগণ কী রায় দেবেন, সেটার অপেক্ষা না করে নিজেদের আগেই বিজয়ী ঘোষণা করেন।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন