পাথরের আড়ালে কোটি টাকার হেরোইন পাচারে আটক ২

ঢাকার ধামরাইয়ে ট্রাকভর্তি পাথরের আড়ালে দুই কোটি টাকার হেরোইন পাচারের সময় দুই ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। শুক্রবার ৯ই এপ্রিল সকালে র‌্যাব-৪ এর সিপিসি-২ এর কমান্ডার রাকিব মাহমুদ খান হেরোইন উদ্ধার ও আটকের বিষয়টি নিশ্চিত করেন ।

|| সারাবেলা প্রতিনিধি, সাভার (ঢাকা) || 

ঢাকার ধামরাইয়ে ট্রাকভর্তি পাথরের আড়ালে দুই কোটি টাকার হেরোইন পাচারের সময় দুই ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। শুক্রবার ৯ই এপ্রিল সকালে র‌্যাব-৪ এর সিপিসি-২ এর কমান্ডার রাকিব মাহমুদ খান হেরোইন উদ্ধার ও আটকের বিষয়টি নিশ্চিত করেন ।

আটকরা হলেন রাজশাহী জেলার গোদাগাড়ি থানার শ্রী শরেশ এক্কারের ছেলে শ্রী কংশ এক্কার। এবং অপর ব্যক্তি একই থানার সুবোধ এক্কারের ছেলে উত্তম কুমার এক্কার।

এবিষয়ে র‌্যাব কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, বৃহস্পতিবার দুপুরে ধামরাইয়ে সোমভার ইউনিয়নের ডাউটিয়া এলাকায় অভিযান চালাতে গিয়ে এই দুই মাদকব্যবসায়ীকে আটক করা হয়। এসময় পাথর ভর্তি একটি ট্রাকের ভেতরে লুকানো অবস্থায় ১ কোজি ৯৫৮ গ্রাম হেরোইন পাওয়া যায়। সেই সাথে মাদক পরিবহনের ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।

আটক দুই ব্যবসায়ীর বিরুদ্ধে ধামরাই থানায় মামলা করে তাদেরকে আদালাতে হস্তান্তর করা হয়েছে।


সংবাদ সারাদিন