|| সারাবেলা প্রতিনিধি, তাহিরপুর(সুনামগঞ্জ) ||
একাত্তরের আজকের দিনে পাকিস্তানি সেনাবাহিনীর দখল থেকে তাহিরপুরকে মুক্ত করে মুক্তিসেনারা। সেদিন থেকেই ৪ঠা ডিসেম্বরকে তাহিরপুর মু্ক্ত দিবস হিসেবে পালন করে স্থানীয়রা। একাত্তরের এই দিনে দেশ মাতৃকার টানে বাংলার দামাল ছেলেরা জীবন বাজি রেখে বর্বর পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পাকি সেনারা তাহিরপুর ছেড়ে যেতে বাধ্য হয়। ওই দিনই তাহিরপুরে ওড়ানো হয় লাল সবুজের বিজয় নিশান।
এদিকে তাহিরপুর মুক্ত দিবস উপলক্ষে শুক্রবার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনাসভাসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন স্থানীয়রা।
তাহিরপুর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম,রৌজ আলীসহ বীর মুক্তিযোদ্ধা মোজাহিদ উদ্দিনসহ অনেকেই জানান, তাহিরপুর উপজেলা ৫নম্বর সেক্টরের ৪ নম্বর সাব সেক্টরের বড়ছড়া, টেকেরঘাটের অধীনে ছিল। এই দিনে মুক্তিযোদ্ধারা উপজেলার বিভিন্ন এলাকায় রাত জেগে যুদ্ধ করে পাকিস্তানি সেনাদের পরাজিত করেন।
পরিকল্পনা অনুযায়ী ভোর ৪টার পর পর মেজর মুসলেদ্দিনের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা একত্রিত হয়ে পাকসেনাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এক পর্যায়ে পাক হায়েনারা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে আনন্দে সবার মুখে উচ্চারিত হয় ‘জয় বাংলা, বাংলার জয়’ প্রতিধ্বনি। শুরু হয় আনন্দ মিছিল। মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠে সারা এলাকা।
মুক্তিযোদ্ধা সন্তান খেলু মিয়া সেদিনের স্মৃতি হাতড়ে বলেন, ‘৪ঠা ডিসেম্বর পাকসেনাদের দখল থেকে মুক্ত হয় তাহিরপুর উপজেলা। এ দিনটি আমাদের জন্য অনেক গৌরবের। আমরা মুক্তিযোদ্ধা সন্তানরা দিবসটি পালনের জন্য সকল প্রস্তুতি নিয়েছি।