|| সারাবেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ ||
আগাম নির্দেশনা ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের মার্ষ্টাস ও ডিগ্রিসহ সকল পরীক্ষা স্থগিতের প্রতিবাদ এবং ফের পরীক্ষা নেয়ার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা
বুধবার বেলা সাড়ে ১১টায় নবাবগঞ্জ সরকারি কলেজের সকল সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে নবাবগঞ্জ সরকারি কলেজ গেটের সামনে প্রতিবাদি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষার্থীরা ১০ই মার্চের মধ্যে স্থগিত মার্ষ্টাসের সকল পরীক্ষা শেষ করা, যদি পরীক্ষা নেওয়া সম্ভব না হয়, তাহলে এরআগে নেয়া ৫টি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ফলাফল দেয়া এবং অনতিবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়াসহ চারদফা দাবি জানান।
মানববন্ধনশেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা।