পরিবার কল্যাণ সেবা নিয়ে বান্দরবানে এ্যাডভোকেসি সভা

করোনাকালে অনাকাঙ্খিত গর্ভধারণ রোধ ও মহামারিসময়ে পরিবার পরিকল্পনা পদ্ধতির অপূর্ণ চাহিদা কমাতে হবে । করোনা ভাইরাসের বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি ও প্রান্তিক জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে স্বাস্থ্যবিধি বিষয়ে প্রচার ও প্রসার কার্যক্রম নেওয়া এবং বাস্তবায়ন করতে হবে।

|| সারাবেলা প্রতিনিধি, বান্দরবান ||

“ করোনকালে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করি ,স্বাস্থ্যবিধি মেনে পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে বান্দরবানে জেলা এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। পরে বিষয়টি নিয়ে সংবাদকর্মীদের ব্রিফিং করেন কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকালে বান্দরবান পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এই জেলা এ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এসময় সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান পৌরমেয়র মোহাম্মদ ইসলাম বেবী। সভায় বান্দরবান পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা. অংচালু , সহকারী পরিচালক এমরান হোসেন চৌধুরী, ডেপুটি সিভিল সার্জন মং টিং ঞো, বান্দরবান পরিবার পরিকল্পনা কার্যালয়ের ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ডা. মো. নুরুসসাফা চৌধুরী, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম চাকমাসহ জেলা ও উপজেলার ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

এ্যাডভোকেসি সভায় বক্তারা বলেন, করোনাকালে অনাকাঙ্খিত গর্ভধারণ রোধ ও মহামারিসময়ে পরিবার পরিকল্পনা পদ্ধতির অপূর্ণ চাহিদা কমাতে হবে । করোনা ভাইরাসের বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি ও প্রান্তিক জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে স্বাস্থ্যবিধি বিষয়ে প্রচার ও প্রসার কার্যক্রম নেওয়া এবং বাস্তবায়ন করতে হবে। জনগণকে পরিবার পরিকল্পনা, মা-শিশু স্বাস্থ্য বিষয়ে সময়োপযোগী তথ্য ও সেবা নিতে উদ্বুদ্ধ করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন