|| সারাবেলা প্রতিনিধি, হাওরাঞ্চল(সুনামগঞ্জ) ||
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় ‘করোনা কালে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করি, স্বাস্থ্য বিধি মেনে পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত হলো অ্যাডভোকেসি সভা। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদফতরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব।
উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিময় ভট্টাচার্যের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এরশাদ হোসেন, উপ সহকারী প্রকৌশলী মো. আনিসুর রহমান, উপজেলা সাংবাদিক ফোরাম সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পরিবার পরিকল্পনা পরিদর্শক গিরীধারী পাল, শ্রীকান্ত সরকার, মহিনুর আলম, সৈকত তালুকদার, পরিবার কল্যাণ পরিদর্শিকা বাসন্তী রানী তালুকদার, জাহানারা আক্তার, আসমা বেগম, রুমা রানী চৌধুরী, স্বপ্না ভট্টাচার্য।
বক্তারা বলেন, দেশে মাতৃ ও শিশু মৃত্যুর হার আগের তুলনায় অনেক কমেছে। এ বিষয়ে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। জনগণকে সচেতন করে মাতৃ মৃত্যুর হার আরও কমিয়ে আনতে হবে। প্রতিটি সন্তান দেশের জন্য সম্পদ। সরকার সন্তানদের বিনামূল্যে চিকিৎসা দিয়ে যাচ্ছে। মাঠপর্যায়ে স্বাস্থ্য সেবা বাড়াতে সকলকে একযোগে কাজ করতে হবে।