|| সারাবেলা প্রতিনিধি, নড়াইল ||
‘শেখ হাসিনার অবদান, পদ্মা সেতু দৃশ্যমান’-এই স্লোগানে নড়াইলে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার ১০ই ডিসেম্বর বিকেলে নড়াইল জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে শহরের বঙ্গবন্ধু চত্বর থেকে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন-সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মেশকাত ওয়ায়েজীন লিটু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, সাধারণ সম্পাদক এসএম পলাশ, দপ্তর সম্পাদক ফিরোজ শেখ, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি সাইফুল ইসলামসহ অনেকে। এদিকে, জেলা মৎস্যজীবী লীগ ও শ্রমিক লীগের উদ্যোগেও শহরে আনন্দ মিছিল বের হয়।