পদ্মা সেতুতে বসানো হল ৩৮তম স্প্যান

মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মাসেতুর ১ ও ২ নম্বর পিলারে সেতুর ৩৮ তম স্প্যান ‘ওয়ান-এ’ বসানো হল। এতে দৃশ্যমান হল সেতুর ৫ হাজার ৭ মিটার অংশ। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

|| সারাবেলা সংবাদদাতা, মুন্সীগঞ্জ ||

মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মাসেতুর ১ ও ২ নম্বর পিলারে সেতুর ৩৮ তম স্প্যান ‘ওয়ান-এ’ বসানো হল। এতে দৃশ্যমান হল সেতুর ৫ হাজার ৭ মিটার অংশ। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (২১নভেম্বর) বেলা ২টা ৩৫ মিনিটে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মাসেতুর ১ ও ২ নম্বর পিলারে সেতুর ৩৮ তম স্প্যান ‘ওয়ান-এ’ বসানো হয়েছে। এতে দৃশ্যমান হয়েছে সেতুর ৫ হাজার ৭ মিটার অংশ।

কোনো বৈরী আবহাওয়াসহ আবহাওয়া অনুকূলে থাকায় ও কারিগরি সমস্যা দেখা না দেয়ায় অন্য কোন জটিলতা দেখা না দেয়ায় ২১ নভেম্বর (শনিবার) বিকেল ২টা ৩৫ মিনিটের সময় স্প্যানটি বসানো হল।

তিনি জানান, স্প্যানটি ১৬ই নভেম্বর বসানোর পূর্ব সিডিউল ছিলো৷ তবে নির্ধারিত দু’টি পিলার একটি ডাঙায়(স্থলে) ও অপরটি নদীতে থাকায় ড্রেজিং করে পিয়ার দুটির মাঝের স্থানটি স্প্যানবাহী ভাসমান ক্রেণের চলাচলের উপযোগী করা হয়। এরপর কারিগরি অন্যান্য খুটিনাটি যন্ত্রাংশ প্রস্তুত করতে আরো কয়েকদিন সময় লেগে যায়। পরে শনিবার স্প্যানটি বাসানোর জন্য প্রস্তুত থাকায় ৩৮তম স্পেনটি বসানো সম্পন্ন হয়।

তিনি আরো জানান, শনিবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে মুন্সীগঞ্জের মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেন ‘তিয়াইন-ই’- ১৫০মিটার দৈর্ঘ্যের ৩৭তম স্প্যানটি নিয়ে নির্ধারিত পিলারের উদ্যেশ্যে রওনা হয়। কারিগরি সমস্যা দেখা না দেওয়ায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় এদিনই স্প্যানটি বসিয়ে দেওয়া হয়। এ মাসেই ১০ ও ১১নং পিয়ারে ৩৯তম স্প্যান ‘২-ডি’ বসানোর পরিকল্পনা রয়েছে। আর ডিসেম্বর মাসে ১১ ও ১২ নং পিলারে ৪০তম স্প্যান ‘২-ই’ ও ১২ ও ১৩ নম্বর পিয়ারে ৪১তম স্প্যান স্প্যান ‘২-এফ’ বসানোর পরিকল্পনা রয়েছে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন