নড়াইলে ৯ম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ৩

|| সারাবেলা প্রতিনিধি, নড়াইল ||

নড়াইলের কালিয়া পৌরসভার উথলি এলাকায় ১৪ বছর বয়সী এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিয়া পৌরসভার উথলি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্বজনরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই স্কুলছাত্রীকে একই গ্রামের পূর্ব পরিচিত নিশান শেখ (১৭) মোবাইল ফোনে বাড়ির পাশে ডেকে নিয়ে যায়। তার ডাকে সাড়া দিয়ে ঐ স্থানে গেলে নিশানসহ তার বন্ধুরা ওই কিশোরীকে গণধর্ষণ করে।

গণধর্ষণের এক পর্যায়ে মেয়েটি অজ্ঞান হয়ে পড়লে অভিযুক্তরা পালিয়ে যায়। ঘণ্টাখানেক পর জ্ঞান ফিরলে ভূক্তভোগী স্কুলছাত্রী বাড়িতে ফিরে আসে। অসুস্থ অবস্থায় রাতেই তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ওই কিশোরীর চিকিৎসা চলমান রয়েছে।

কালিয়া থানার ওসি শেখ কনি মিয়া জানান, এ ঘটনায় ভূক্তভোগীর বাবা ঘটনার রাতেই বাদি হয়ে পাঁচজনের নামে মামলা দায়ের করেন। এর মধ্যে নিশান শেখ, বাপ্পী সিকদার ও নাঈম শেখকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া অজ্ঞাতনামা দুইজন আসামি রয়েছে।

সংবাদ সারাদিন