|| সারাবেলা প্রতিনিধি, নড়াইল ||
‘মানুষ মানুষের জন্য’ এই স্লোগানে নড়াইল জেলা বিএনপির করোনা পর্যবেক্ষণ ও হেল্প সেন্টার উদ্বোধন করা হয়েছে। গতকাল (১৫ জুলাই) বিকেলে শহরের আদালতপুর এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী ও সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ এ কার্যক্রম পরিচালনা করছেন। তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় করোনা পর্যবেক্ষণ ও হেল্প সেন্টার উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে ফ্রি অক্সিজেন সেবা, ডাক্তারি পরামর্শ ও অনলাইনে করোনার টিকা নিবন্ধন বিষয়ে সহযোগিতা করা হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন-জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক সৈয়দ তৌহিদ মোর্শেদ সোহেল, যুগ্মসাধারণ সম্পাদক হারুন অর রশিদ, দপ্তর সম্পাদক টিপু সুলতান, শ্রম বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, সহ-প্রচার সম্পাদক সৈয়দ আব্দুস সবুর, বিএনপি নেতা খন্দকার কিয়ামুল হাসান, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ মুসা মোল্যা, জেলা যুবদলের সহসভাপতি শাহজান সিদ্দিকী টিটো, সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস প্রমুখ।