|| সারাবেলা প্রতিনিধি , নড়াইল ||
নড়াইলের নড়াগাতী থানার কলাবাড়িয়া গ্রামে অগ্নিদগ্ধে ৮০০ হাঁস ও মুরগির মৃত্যু হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) রাতে কলাবাড়িয়া গ্রামের কামাল তালুকদারের পোল্টি মুরগির খামারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ব্যাংক থেকে ঋণ নিয়ে খামার গড়ে তোলেন ক্ষতিগ্রস্থ মালিক।
খামার মালিক কামাল জানান, বুধবার রাত ৩টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আশেপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হন। ফায়ার সার্ভিসকে খবর দেয়ার আগেই খামারের প্রায় ৬০০টি পোল্ট্রি ও কক মুরগি এবং ২০০ হাঁসের বাচ্চাসহ টিনের ঘরটি পুড়ে যায়। এছাড়া মুগরি ও হাঁসের খাবারও পুড়ে গেছে।
ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। সবমিলে ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছেন কামাল তালুকদার।