|| সারাবেলা প্রতিনিধি, নেত্রকোনা ||
নেত্রকোনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে। বুধবার জেলা প্রশাসনের আয়োজনে পৌর শহরের মুক্তারপাড়া মাঠে সকাল ১০টায় একশ ক্ষুদে মুজিব শত পতাকা উত্তোলন করে কর্মসূচির শুরু করে। এসময় ক্ষুদে মুজিবদের সাথে মুক্তিযোদ্ধারাও অংশ নেন।
পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কাজি আব্দুর রহমান, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, পৌরসভা মেয়র নজরুল ইসলাম প্রমুখ। পরে মুক্ত আকাশের দিকে একশত বেলুন উড়ানো হয়।
ক্ষুদে শিশুদের নিয়ে শত পাউন্ডের কেক কাটেন প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। পরে অনুষ্ঠান থেকে একশত দিনের অনুষ্ঠানের লিংক উদ্বোধন করা হয়।
এর আগে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন মুক্তিযোদ্ধা, জেলার প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যরা।