|| সারাবেলা প্রতিনিধি, নেত্রকোনা ||
নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নে রাস্তা পারাপারের সময় ট্রাকের নিচে চাপা পড়ে জোনায়েদ আকন্দ(৭) নামের এক শিশু নিহত হয়েছে।
রোববার বিকেলে পূর্বধলা সড়কের দুধকুর সুইসগেইট এলাকায় এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে।
নিহত শিশু রৌহ ইউনিয়নের আমলি কেশবপুর এলাকার জুয়েল আকন্দের ছেলে। এ ঘটনায় ট্রাকচালক মোঃ শহিদুল ইসলান (২৯)কে আ আটক করেছে। তিনি নেত্রকোনা পৌর শহরের আরামবাগ পুলিশ ফাড়ি এলাকার মনির উদ্দিনের ছেলে।
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।