নিষেধাজ্ঞাশেষে করোনাঝুঁকিতেই নদীতে নামছে জেলেরা

|| অনলাইন প্রতিনিধি, বরিশাল ||

প্রতি বছরের মত এবারেও ছিল ইলিশ প্রজণন মৌসুমের নিষেধাজ্ঞা। তবে এবারে সেই নিষেধাজ্ঞায় যোগ হয়েছে করোনা সংক্রমণ ঝুঁকি। তারপরও মার্চ-এপ্রিল ষাট দিনের বেশী সময় বেকার জেলেরা সবঝুঁকি মেনেই নেমে পড়েছেন মাছ ধরতে। পেট যে আর মানছে না। তাই নিষেধাজ্ঞার শেষদিনেই মেঘনা ও তেতুলিয়া নদী ভরে গেছে জেলে নৌকায়।

গত দুইমাস ইলিশ প্রজনন ক্ষেত্র হিসেবে চিহ্নিত মেঘনা ও তেতুলিয়ার ১৯০ কিলোমিটার এলাকাজুড়ে নিষিদ্ধ ছিল মাছ ধরা। ৩০শে এপ্রিল রাত ১২ টায় এই নিষেধাজ্ঞা শেষ হয়। দুইমাস বিরতির পর নতুন শক্তিতে নদীতে নেমেছে তারা।

এ প্রসঙ্গে ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ‘মার্চ ও এপ্রিল দুমাস বন্ধের পর পুনরায় জেলেরা মাছ ধরতে ফিরেছে। তারা এখন থেকে মেঘনা ও তেতুলিয়া নদীর যে কোন পয়েন্টে মাছ ধরতে পারবেন। তবে জাটকা ইলিশ ধরা সব সময়ের মতই নিষিদ্ধ থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন