নিষেধসময়ে মেঘনায় ইলিশ ধরায় ৮ জেলে আটক

মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ডের এই অভিযানে ৩টি নৌকা, ৪০ হাজার মিটার কারেন্ট জাল, ১টি বাধা জাল এবং ৪০ কেজি ছোট মাছ জব্দ করা হয়।

পোড়ানো হলো কারেন্ট জাল

|| সারাবেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর ||

জাটকা সংরক্ষণ করে ইলিশের উৎপাদন বাড়াতে মার্চ ও এপ্রিল দুই মাস মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। সেই নিষেধাজ্ঞার মধ্যেই মাছ ধরায় জেলার কমলনগর উপজেলায় মেঘনা নদী থেকে আট জেলেকে আটক করা হয়েছে। মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ডের এই অভিযানে ৩টি নৌকা, ৪০ হাজার মিটার কারেন্ট জাল, ১টি বাধা জাল এবং ৪০ কেজি ছোট মাছ জব্দ করা হয়।

আটক জেলেরা হলেন, কাবুল মুন্সী(২৫), ইউনুস সিকদার(৩০), মিরাজ ব্যাপারী(২০), ইনসান মিয়া(১৮), রুহুল আমিন জমরদার(২৮), নুরনবী মিয়া(২০), মামুন জমরদার(২৩) ও বয়স কম হওয়ায় রহিম শেখ (১৫) কে ছেড়ে দেয়া হয়। এরা সবাই বরিশাল জেলার উত্তর সিন্নির চর ও মেহেন্দীগঞ্জ এলাকার বাসিন্দা।

বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত মেঘনা নদীতে সারাদিন এই অভিযানশেষে বিকালে মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণ আইনের আওতায় ভ্রাম্যমান আদালতে আটকদের কাছ থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয় এবং বয়স বিবেচনায় একজনকে ক্ষমা করা হয়। আদালত পরিচালনা করেন কমলনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান।

জেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন জানান, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে ৮ জেলেকে আটক করে জরিমানা আদায় করা হয়েছে। জব্দ করা জাল বিনষ্ট ও মাছ দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে। মেঘনায় এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানালেন মৎস্য বিভাগের এ কর্মকর্তা।

লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল এলাকার একশ কিলোমিটার পর্যন্ত মেঘনা নদীতে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই একশ কিলোমিটার মেঘনা নদী এলাকাকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। এ সময় সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাত ও মজুদ নিষিদ্ধ করা হয়েছে।

সংবাদ সারাদিন