|| সারাবেলা প্রতিনিধি ,নাঙ্গলকোট (কুমিল্লা) ||
কুমিল্লার নাঙ্গলকোটে নিখোঁজের তিনদিন পর সেচ করা পুকুরের গর্তের ভেতর থেকে উদ্ধার হলো এক বৃদ্ধার লাশ ।বৃহস্পতিবার সকালে উপজেলার জোড্ডা পুর্ব ইউনিয়নের মিয়াজি বাড়ীর পাশ্ববর্তী সেচ পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত বৃদ্ধা ওই ব্যাক্তি মিয়াজি বাড়ীর মরহুম সামছুল হকের ছেলে এনামুল হক (৬০)। তার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় পুলিশ এনামুল হকের তিন ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তারা হলেন নুর মোহাম্মদ সুমন (৩২), নুর আলম সুজন (৩০), শাহপরান (২০),মৃত এনামুল হকের স্ত্রী,ও পুত্র সুমনের স্ত্রী, সুরমা ।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ( ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ঘটনারস্হল থেকে লাশ উদ্ধার প্রক্রিয়া ও জিজ্ঞাসাবাদের কাজ চলছে।
এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, জেলা সহকারী পুলিশ সুপার ( চৌদ্দগ্রাম সার্কেল) মোহাম্মদ সাইফুল ইসলাম, নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ( ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী, পিআইবি,ও সিআইডির কর্মকর্তারা।