না.গঞ্জে বিআরটিসি বাসের চাপায় বৃদ্ধার মৃত্যু

নারায়ণগঞ্জ শহরের ২ নং রেলগেটে বিআরটিসির বাস চাপায় ৬০ বছর বয়সী শাহানাজ নামে এক বৃদ্ধা গুরুতর আহত হয়ে দুই পা হারিয়েছেন । পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় রাস্তায় ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে।

।। সারাবেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ ।।

নারায়ণগঞ্জ শহরের ২ নং রেলগেটে বিআরটিসির বাস চাপায় ৬০ বছর বয়সী শাহানাজ নামে এক বৃদ্ধা গুরুতর আহত হয়ে দুই পা হারিয়েছেন । পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় রাস্তায় ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ২৮শে জুলাই দুপুর ১২ টার দিকে শহরের ২নং রেলগেট বিআরটিসির বাস কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।

আহত শাহানাজকে চিকিৎসার জন্য প্রথমে নারায়ণগঞ্জ ১’শ শয্যা ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, ২ নং রেলগেইট এলাকায় রাস্তা পারাপারের সময় একটি বিআরটিসি বাসে অপর প্রান্ত থেকে এসে ওই বৃদ্ধার উপর দিয়ে চলে যায়। তার চিৎকারে আশপাশের মানুষ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।  এসময় ঘাতক বাস চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানা ওসি আসাদুজ্জামান সংবাদ সারাবেলাকে জানান, আহত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা গেছেন। আমরা ঘাতক বাসটি আটকে রেখেছি। কিন্তু অভিযুক্ত বাস চালককে এখনও আটক হয়নি। তাকে আটকের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন