|| সারাবেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ ||
নোয়াখালী জেলার বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ভাইরালের ঘটনার মূলহোতা দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেনকে অস্ত্র মামলায় ২ দিনের রিমান্ডে মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালতে ৩ দিনের রিমান্ড আবেদন করলে ২ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালত।
নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ভাইরাল হলে রোববার রাতে মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী। পরে রোববার দিবাগত রাতে জেলার সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযান চালায় র্যাব-১১।
এসময় তার সাথে থাকা ১টি পিস্তল ও ২টি তাজা গুলিসহ তাকে গ্রেফতার করে ব়্যাব৷ এ ঘটনায় ব়্যাব বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা দায়ের করে৷
প্রসঙ্গত, গত ২রা সেপ্টেম্বর রাতে নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে ৯ নম্বর ওয়ার্ডে বর্বরোচিত এই নির্যাতনের ঘটনা ঘটে। ৪ অক্টোবর ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হলে তোলপাড় সৃষ্টি হয়। সারাদেশে প্রতিবাদের ঝড় ওঠে৷
ঘটনার ৩২ দিন পর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্ণোগ্রাফি আইনে পৃথক দু’টি মামলা হয়। দুই মামলায় ৯ জনকে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি নূর হোসেন ওরফে বাদল এবং ঘটনার মূলহোতা দেলোয়ার হোসেনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।