নারায়ণগঞ্জে মসজিদ বিস্ফোরণঃ ২২ আসামির জামিন

নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা বায়তুস সালাত জামে মসজিদ বিস্ফোরণের ঘটনায় সিআইডির চার্জশিটভুক্ত ২২ আসামির জামিন দিয়েছে আদালত। এর আগে এই ২২ আসামী আদালতে আত্মসমর্পণ করে।

|| সারাবেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ ||

নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা বায়তুস সালাত জামে মসজিদ বিস্ফোরণের ঘটনায় সিআইডির চার্জশিটভুক্ত ২২ আসামির জামিন দিয়েছে আদালত। এর আগে এই ২২ আসামী আদালতে আত্মসমর্পণ করে।

রোববার বিকেলে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ মিল্টনের আদালত এ আদেশ দেন।

আদালত পুলিশের পরির্দশক আসাদুজ্জামান জানান, সিআইডির চার্জশিটভুক্ত ২২ জন আদালতে আত্মসমর্পণ করেন। পরে তারা জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে এক মাসের জামিন দেয়।

গত বছরের ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ঘটে। এতে ৩৭ জন মুসল্লি ও এক জন পথচারী দগ্ধ হন। তাদের মধ্যে ৩৪ জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান।

এ ঘটনায় ফতুল্লা মডেল থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির হত্যা মামলা করেন। গত ১০ সেপ্টেম্বর এই মামলার তদন্তের দায়িত্ব নেয় সিআইডি।

চার মাস তদন্ত শেষে ৩১শে ডিসেম্বর ২৯ জনকে আসামি করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দেয় সিআইডি।

সংবাদ সারাদিন