নারায়ণগঞ্জে মসজিদ বিস্ফোরণে পুলিশের মামলা

নারায়ণগঞ্জ ফতুল্লার পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। ফতুল্লা মডেল থানার এসআই হুমায়ন কবির বাদী হয়ে এ মামলা দায়ের করে। শনিবার ৫ সেপ্টেম্বর দুপুরে ফতুল্লা মডেল থানায় এই বিস্ফোরণের এই মামলা রেকর্ড করা হয়।

|| সারাবেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ ||

নারায়ণগঞ্জ ফতুল্লার পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। ফতুল্লা মডেল থানার এসআই হুমায়ন কবির বাদী হয়ে এ মামলা দায়ের করে।

শনিবার ৫ সেপ্টেম্বর দুপুরে ফতুল্লা মডেল থানায় এই বিস্ফোরণের এই মামলা রেকর্ড করা হয়।  

মামলায় অবহেলার কারণেই এই ভয়াবহ বিস্ফোরণ ও হতাহতের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করে দণ্ডবিধির ৩০৪(ক) ধারায় রেকর্ড করা মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলায় বিদ্যুৎ, তিতাস গ্যাসের কর্মকর্তা ও মসজিদ কমিটির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন সংবাদ সারাবেলাকে জানান, বাইতুস সালাত জামে মসজিদের ভয়াবহ বিস্ফোরণটি অবহেলার কারণে ঘটেছে। যাদের অবহেলায় এ ঘটনা ঘটেছে ও  তদন্তের রিপোর্টে যারা দোষী হবে তারাই এ মামলার আসামি হবে। আমরা মামলা তদন্ত করছি, দোষীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, শুক্রবার ৪ সেপ্টেম্বর এশার নামাজের সময় নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লার বায়তুস সালেহ জামে মসজিদের ছয়টি এসি একসঙ্গে বিস্ফোরিত হয়। দমকল বাহিনীর ৫টি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সে সময় মসজিদে থাকা পঞ্চাশের বেশী মানুষের সবাই কমবেশি দগ্ধ হন। তাদের মধ্যে ৩৭ জনকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এঘটনায় মৃতের সংখ্যা দাড়িয়েছে ২৪ জন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন