|| সারাবেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ ||
নারায়ণগঞ্জ শহরে প্রতিবন্ধীদের প্রতিবাদ মিছিলে হামলা চালিয়েছে পুলিশ। এসময় পুলিশ মিছিলের ব্যানারও কেড়ে নেয়। বুধবার ৩০শে ডিসেম্বর দুপুরে শহরের নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে প্রতিবন্ধী নাজমুল হত্যার প্রতিবাদে মানববন্ধন করে জেলার অন্য প্রতিবন্ধীরা। যেখানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির নারায়ণগঞ্জ জেলা সভপতি ও এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।
মানববন্ধন শেষ করে শহরের সায়েম প্লাজার দিকে মিছিল নিয়ে যাচ্ছিলেন তারা। একইসময়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল যাচ্ছিলো। এসময়ে পুলিশ প্রতিবন্ধীদের বিএনপি নেতাকর্মী ভেবে হামলা চালায় ও তাদের ব্যানার কেড়ে নেয়।
প্রতিবন্ধীদের ওপর হামলার ব্যাপারে জানতে চাইলে সদর মডেল থানা ওসি মোহাম্মদ শাহজামানকে একাধিকবার ফোন দিলেও তিনি তা ধরেননি।