নাচোল পৌরভোটে ফল প্রত্যাখ্যান বিএনপি প্রার্থীর

ইভিএমে তাড়াতাড়ি ফলাফল প্রকাশ করায় বিএনপির নেতাকর্মীরা শঙ্কিত ফলাফল নিয়ে। ভোটকেন্দ্র থেকে এজেন্টদের মারধর করে বের করেন দেয়া হয়েছে।

|| সারাবেলা প্রতিনিধি, চাঁপাইবাবগঞ্জ ||

নির্বাচনকে প্রহসন আখ্যা দিয়ে আর ইভিএম কারচুপির অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করেছেন চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার বিএনপির মনোনীত মেয়র প্রার্থী মাসউদা আফরোজা হক শুচি।

রোববার সন্ধ্যায় মাকতাপুরে নিজ বাসায় সংবাদ সম্মেলন করে তিনি তার এই অবস্থান জানান। বলেন, সকাল থেকে দুপুর একটা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট হলেও দুপুরের পরেই পাল্টে যায় দৃশ্যপাট। ইভিএমে তাড়াতাড়ি ফলাফল প্রকাশ করায় বিএনপির নেতাকর্মীরা শঙ্কিত ফলাফল নিয়ে। ভোটকেন্দ্র থেকে এজেন্টদের মারধর করে বের করেন দেয়া হয়েছে।

ইভিএমে কারচুপির এই ফলাফল মানে না তার দল।

সংবাদ সারাদিন