নাচোলে থানা পুলিশের বিরুদ্ধে ইউএনওকে স্মারকলিপি কয়েক গৃহিনীর

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ওসি সেলিম রেজা ও এসআই গোলাম রসুলের অসদাচরণ ও হামলার অভিযোগ এনে প্রতিকার পেতে প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে স্থাণীয় কয়েকজন গৃহিনী।

|| সারাবেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ ||

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ওসি সেলিম রেজা ও এসআই গোলাম রসুলের অসদাচরণ ও হামলার অভিযোগ এনে প্রতিকার পেতে প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে স্থাণীয় কয়েকজন গৃহিনী।

মঙ্গলবার দুপুর ৩ জন গৃহিনী নিজেদের সই করা একটি স্মারকলিপি দেন উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার কাছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গেলো মাসের ২৮শে ফেব্রুয়ারি রোববার নাচোল পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রশিদ খান ঝালু। এরপরপরই নাচোল থানার ওসি সেলিম রেজার নেতৃত্বে এসআই গোলাম রসুলসহ কয়েকজন পুলিশ হামলা চালায় সদ্যনিবাচিত মেয়র সমর্থকদের উপর। মঙ্গলবার ১লা মার্চ রাত ৯টায় নাচোল বাজারের কাঠপট্টিতে এই হামলার ঘটনা ঘটে।

এছাড়া নাচোল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহম্মেদ বাবুকে প্রাণনাশের হুমকিও দেন এসআই গোলাম রসুল। অন্যান্য নেতাকর্মীরাকে বেড়ধক পেটায় পুলিশ। সেদিন গভীর রাতে আবারও নাচোল বাজার ও থানা পাড়ায় বিভিন্ন বাড়িতে হামলা চালায় পুলিশ। এ সময় ১৩ থেকে ১৪ জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।  

স্মারক পত্র থেকে আরোও জানা যায়, আমিনুল ইসলাম, রজব আলী, আজিমুল শেখ, মৃত নজরুল ইসলাম ও আনোয়ার হোসেনের বাড়িতে হামলা চালান এসআই গোলাম রসুলসহ আরো ৫ পুলিশ সদস্য।

এঘটনার পর থেকে আওয়ামী লীগের একাধিক পরিবারের সদস্য বাড়ি থাকতে না পারায় পুরুষশূন্য হয়ে পড়েছে বাড়িগুলো। 

নাচোল থানার এসআই গোলাম রসুল বিষয়টি অস্বীকার করে জানান, প্রতিদিনের আমি সহকর্মীদের নিয়ে আসামী ধরতে গিয়েছিলাম। কোনভাবে কারো বাড়িতে হামলা বা অসদাচারণ করিনি। স্মারকলিপিতে যা বলা হয়েছে তার সবই মিথ্যা ও ভিত্তিহীন।

নাচোল থানার অফিসার ইনচার্ সেলিম রেজাও এসব অভিযোগ অস্বীকার করে বলেন, যেসব হামলা ও প্রাণনাশের হুমকির মত ঘটনার উল্লেখ করা হয়েছে সেসব তারা নিজেরাই করেছে। অথচ তারা বলে বেরাচ্ছে, পুলিশই এসব করেছে।

স্মারকলিপি হাতে পাওয়ার কথা স্বীকার করে নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা বলেন, সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে।

সংবাদ সারাদিন