|| সারাবেলা প্রতিনিধি, নাঙ্গলকোট ||
নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ই মার্চ বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন ছিল এই দিনে। আলোচনা সভার শুরুতে কেক কেটে অনুষ্ঠানের শুরু হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ এমপি ভার্চুয়ালি অংশ নেন।
উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুলের সভাপতিত্বে আলোচনায় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু ইউসুফ, উপজেলা যুবলীগ সভাপতি পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভুইয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বখতিয়ার উদ্দিন চৌধুরী , সহকারী কমিশনার ভূমি মিল্টন বিশ্বাস, মুক্তিযোদ্ধা কমান্ডার ইসহাক মিয়া, প্রেস ক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, মৌকারা ইউপির চেয়ারম্যান আবু তাহের, পেরিয়া ইউপির চেয়ারম্যান হুমায়ুন কবির মজুমদার, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবু ইউসুফ, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নিজাম উদ্দিন মজুমদার প্রমুখ।
সভাশেষ চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।