|| সারাবেলা প্রতিনিধি, নাঙ্গলকোট (কুমিল্লা) ||
নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ-গুনবতী (বিশ্বরোড) সংযোগ সড়কের বক্সগঞ্জ ইউনিয়নের অষ্টগ্রাম মিয়ার বাজারের পশ্চিম পাশের কালভার্টের পাটাতন ভেঙে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।
কালভার্টের পাটাতনের মধ্যাংশ ভেঙে যাওয়ায় গাড়ি চলাচলে সমস্যা ও ঝুঁকি বেড়েছে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা।
এলাকাবাসী জানান, মালবোঝাই ট্রাক এবং অতিরিক্ত মাটি বোঝাই ট্রাক্টরের চাপে গত কয়েক দিন আগে কালভার্টের পাটাতনের মাঝের অংশ ভেঙে যায়। এতে অনেক দূরে দিয়ে ঘুরে চলাচল করতে হচ্ছে সবাইকে।
স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের বলেন, কালভার্টটি ভেঙে যাওয়ায় জনসাধারণের দূর্ভোগ বেড়েছে। দুরূহ হয়ে পড়েছে যোগাযোগ। লাগছে বাড়তি সময়। একটু যায়গা পার হতে অনেক দূরের পথ পাড়ি দিতে হচ্ছে।
দূরের লোকজন আরো দূর্ভোগে পড়েছেন। সেনবাগ উপজেলা থেকে আসা এক যাত্রী জানান, তিনি গুনবতী যাবেন এই পথে আর আসা হয়নি কিন্তু রাস্তায় কার্লভার্ট ভেঙে যাওয়ায় আমি যেতে পারছি না আমার সময়ও কম।
সিএনজি চালক মোস্তফা জানান, তাদেরকে অনেক ঘূরে যেতে হচ্ছে। বেড়েছে জ্বালানি খরচ। কিন্তু ভাড়া আগের মতই। এতে দিনশেষে আমাদের কিছু থাকছে না। কালভার্টটির মেরামত প্রসঙ্গে এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. আবদুল্লাহ আল মামুন জানান, দ্রুতই এটি মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।