|| সারাবেলা প্রতিনিধি, নাঙ্গলকোট (কুমিল্লা) ||
কুমিল্লা নাঙ্গলকোট উপজেলা সদরের গোত্রশাল সরকারী দিঘী থেকে দীর্ঘ দিন ধরে ড্রেজার মেশিন দিয়ে বালু তুলছেন উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন কালু।
স্থানীয়রা বলছেন, গোত্রশাল দিঘি থেকে বালু উত্তোলন করে তিনি তার বাড়ির আশে পাশের একাধিক পুকুর, ডোভা ভরাট করছে। উক্ত পুকুর ও ডোভায় তিনি মাছের চাষ করতেন। এখন দৃষ্টি নন্দন বাড়ির সৌন্দর্য আরও দৃষ্টি নন্দন করতে এগুলো ভরাট করছেন তিনি। এতে মারাত্মক ঝুঁকিতে পড়েছে ঢাকা-চট্টগ্রাম রেল পথ, ও বিদ্যুৎ লাইনসহ দিঘীর ভিতরের অংশে এবং চার পাড়ে বসবাসরত শতাধিক পরিবারের বাড়িঘর।
দীর্ঘদিন থেকে দিঘী থেকে বালু উত্তোলনে প্রশাসনের নীরব ভূমিকায় ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দিঘী থেকে বালু তোলায় চরম ঝুঁকির মুখে পড়েছে দেশের নির্ভরযোগ্য ঢাকা-চট্রগ্রাম রেলপথ এবং কুমিল্লা জাঙ্গালিয়া থেকে ৩৩ হাজার কেভি ক্ষমতা সম্পন্ন ফেনী গ্রিডে সংযুক্ত বিদ্যুৎ সঞ্চালন লাইন। ইতোপূর্বে এ গ্রিড লাইনটি দিঘীতে হেলে পড়লে ওই এলাকায় প্রায় এক মাস বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছিল। এছাড়াও বালু দিয়ে পুকুর ও কৃষি জমি ভরাট করে জমির শ্রেণী পরিবর্তন করা হচ্ছে। যা ভুমি আইনে অপরাধ। এতেও কোন ধরণের ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন।
এদিকে, দিঘীর ভিতরে এবং চার পাড়ে প্রায় শতাধিক পরিবার বসবাস করছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পরিবার অভিযোগ করে বলেন, উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন কালু দির্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছে। তার বিরুদ্ধে কেউ ভয়ে অভিযোগ করতে পারছি না। এনিয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।