|| সারাবেলা প্রতিনিধি, নরসিংদী ||
নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ভবনের নিচতলায় বাঁ পাশের একটি কক্ষের ভেতরে ঢুকতেই পূর্ব দিকে তাকালেই চোখে পড়ে ‘৭১: শেকড়ের মূর্ছনায়’ নামে কাচের একটি দরজা।
এমন সৌন্দর্যে লেখা হয়েছে যেন সবাইকে স্বাগত জানাচ্ছেন। কক্ষটির প্রবেশ ধারেই রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ছবি।
ভেতরেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা শেখ হাসিনার ছবি। চারদিকে রয়েছে ভাষা আন্দোলন থেকে শুরু করে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ছবি।
জাতীয় চার নেতার ছবি, যা দেখামাত্রই চোখের সামনে উদ্ভাসিত হয় মুক্তিযুদ্ধের স্মৃতি। নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের মূল ভবনের নিচতলায় অবস্থিত এ মুক্তিযুদ্ধ কর্নার যেন এক অখণ্ড বাংলাদেশ।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইনের উদ্যোগে এই কক্ষটি মুক্তিযুদ্ধের বিভিন্ন উপাদান দিয়ে সাজানো হয়েছে। কক্ষের প্রতিটি দেয়ালে সুবিন্যস্ত বইয়ের তাক। সেখানে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধবিষয়ক দুষ্প্রাপ্য ও গুরুত্বপূর্ণ বই সাজিয়ে রাখা হয়েছে।
কক্ষের প্রধান ফটকের সামনে দাঁড়ালেই চোখে পড়বে দেয়ালজুড়ে স্থাপিত বাংলাদেশের বিশাল এক রঙিন মানচিত্র।