|| সারাবেলা প্রতিনিধি, নরসিংদী ||
নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের মধ্য ছগরিয়া পাড়া গ্রামের মানসিক রোগী ইউনুস আলীর এলোপাতাড়ি কোপে নিহত হয়েছেন ২ জন। এবং অন্য দুইজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, ছগরিয়া পাড়া গ্রামের মৃত ফজল মোল্লার ছেলে ফরহাদদ মিয়া (৫০), হাজী দেওয়ান আলীর ছেলে আলী আকবর (৭০)। আহতরা হলেন, করিমপুর মৃত জনাব আলীর ছেলে সেন্টু (৬০), ছগরিয়া পাড়ার কেনু মিয়ার ছেলে কাশেম আলী
প্রত্যক্ষদর্শীরা জানান, মানসিক রোগী ইউনুস আলী সকালে সামনে যাকে পেয়েছে তাকেই এলোপাতাড়ি ছুরি দিয়ে কোপাতে থাকে। এতে ফরহাদ ও আলী আকবর নামের দুজন ঘটনাস্থলেই মারা যান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবং আহত ২ জনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নরসিংদী মডেল থানার এসআই নূর হোসেন জানান, মানসিক রোগী ইউনুছ আলীকে আটক করা হয়েছে। লাশের ময়নাতদন্তের পর বাকি ব্যবস্থা নেওয়া হবে।