নদীর তীরে পড়ে ছিল নিখোঁজ যুবকের মরদেহ

সাভারের হেমায়েতপুরে নিখোঁজের ৬ দিন পর নদীর তীরে পাওয়া গেলো পোশাক শ্রমিক সাজেদুল ইসলামের মরদেহ।

|| সারাবেলা প্রতিনিধি , সাভার ||

সাভারের হেমায়েতপুরে নিখোঁজের ৬ দিন পর নদীর তীরে পাওয়া গেলো পোশাক শ্রমিক সাজেদুল ইসলামের মরদেহ। স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহ  উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ ।

সোমবার ৩রা জানুয়ারি সকালে সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ জাহিদুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ।

২৬ বছর বয়সী নিহত সাজেদুল নাটোর জেলার নলডাঙ্গা থানার বালিশা গ্রামের মন্তাজের ছেলে । তিনি সাভারের হেমায়েপুরের একে এইচ ট্রিমস পোশাক কারখানায় চাকরি করতেন ।

পুলিশ জানায়, গত সোমবার ২৮শে ডিসেম্বর থেকে নিখোঁজ হন সাজেদুল । এরপর তার পরিবারের সদস্যরা তাকে খোঁজা করে সন্ধান না পেয়ে থানায়   বিষয়টি জানান। তবে রোববার রাত ৮ টার দিকে হেমায়েতপুরে জমজম টাওয়ারের পেছনের নদীর তীরে  স্থানীয়রা এক মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় ।

এবিষয়ে সাভার মডেল থানার থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ  জাহিদুর রহমান জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ সারাদিন