নগদ টাকা পেলো লালমোহনের প্রতিবন্ধী শিক্ষার্থীরা

করোনায় অসহায় ৫৭ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে নগদ সহায়তা দেওয়া হয়েছে। প্রত্যেককে ৩ হাজার টাকা করে অর্থ সহায়তা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য।

।। সারাবেলা প্রতিবেদন, লালমোহন ।।

করোনায় অসহায় ৫৭ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে নগদ সহায়তা দেওয়া হয়েছে। প্রত্যেককে ৩ হাজার টাকা করে অর্থ সহায়তা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য।

বৃহস্পতিবার ভোলার লালমোহনে উপজেলার ফরাজগঞ্জের আবুগঞ্জ বাজার এলাকায় “ডাস বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের” শিক্ষার্থীদের মাঝে নগদ এই সহায়তা দেন স্থানীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন
অনুষ্ঠানে এমপি শাওন বলেন, আগে প্রতিবন্ধিদের কে সমাজের বোঝা মনে করে অবহেলা করা হতো। তাদের কে দিয়ে ভিক্ষাবৃত্তিসহ নানাবিধ অপরাধমূলক কাজ করানো হতো। আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই প্রতিবন্ধিদের কে দেশের সম্পদে রুপান্তর করতে কাজ করে যাচ্ছেন। করোনাকালে প্রতিবন্ধী শিক্ষার্থীরা যেনা খারাপ না থাকে তাই এই অনুদান বলে জানান এমিপ শাওন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, ইউএন্ও হাবিবুল হাসান রুমি, পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিন, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ রাসেলুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন