|| সারাবেলা প্রতিনিধি, নওগাঁ ||
নওগাঁয় কর্মরত টিভি সাংবাদিকদের নিয়ে নতুন একটি সংগঠন ও কমিটি ঘোষনাকে ঘিরে যৌথ বিবৃতি দিয়েছেন বেশ কিছু টেলিভিশন সাংবাদিক। জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা প্রেস ক্লাবসহ বিভিন্ন দপ্তরে এই বিবৃতি পাঠিয়েছেন তারা। ১৬ জন টিভি সাংবাদিকের স্বাক্ষরিত যৌথ বৃবিতিতে বলা হয়েছে- সম্প্রতি ‘নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসেসিয়েশন’ নামে নতুন একটি সংগঠন ও কমিটি ঘোষনা হয়েছে। এরসাথে জেলার স্যাটেলাইট টেলিভিশন সাংবাদিকদের সিংহভাগই জড়িত নন।
হাতে গোনা কয়েক জন ইন্টারনেট প্রোটকল (আইপি) তথা ইন্টারনেটভিত্তিক টিভিতে কর্মরত সাংবাদিকদের নিয়ে উক্ত সংগঠন ও কমিটি করা হয়েছে। এর পেছনে কোন বিশেষ উদ্দেশ্য রয়েছে দাবি বিবৃতিদাতাদের।
বিবৃতিদাতা হলেন- চ্যানেল আই প্রতিনিধি কায়েস উদ্দিন, মাই টিভির আবু বক্কর সিদ্দিক, এটিএন বাংলা ও এটিএন নিউজের রায়হান আলম, এনটিভি’র আসাদুর রহমান জয়, যমুনা টিভির শফিক ছোটন, একুশে টিভির রতন ইসলাম, চ্যানেল ২৪ এর হারুন অর রশিদ চৌধুরী, নিউজ ২৪ এর বাবুল আখতার রানা, জিটিভির আব্দুর রউফ পাভেল, বাংলা ভিশনের বেলায়েত হোসেন, মাছরাঙ্গা টিভির শফিকুল ইসলাম খোকন, আনন্দ টিভির কাজী কামাল হোসেন, দীপ্ত টিভির আব্দুর রউফ রিপন, ডিবিসি নিউজের একে সাজু, আর টিভির আরিফুল হক সোহাগ, এসএ টিভির তৌহিদুল ইসলাম।
চ্যানেল আই প্রতিনিধি কায়েস উদ্দিন, মাই টিভির আবু বক্কর সিদ্দিক বলেন- সামাজিক যোগাযোগ মাধ্যমে ও কয়েকটি গণমাধ্যমে উক্ত ‘নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসেসিয়েশন’ প্রসঙ্গটি জানা গেছে। এরসাথে বিবৃতিদাতা সাংবাদিকগন জড়িত নয়।
প্রসঙ্গত, সম্প্রতি সাদেকুল ইসলামকে সভাপতি ও এমআর রকিকে সাধারন সম্পাদক করে ‘নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসেসিয়েশন’ নামে নতুন একটি সংগঠন ও কমিটি ঘোষনা করা হয়।