ধামরাইয়ে সাংবাদিককে ছুরিকাঘাতে হত্যা, আটক দুই

গলায় ও পেটে ছুরিকাঘাত করে বেসরকারি টেলিভিশন চ্যানেল বিজয় টিভির ধামরাই প্রতিনিধি জুলহাস উদ্দিনকে (৩৫) হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ

।। সারাবেলা প্রতিবেদন ।।

গলায় ও পেটে ছুরিকাঘাত করে বেসরকারি টেলিভিশন চ্যানেল বিজয় টিভির ধামরাই প্রতিনিধি জুলহাস উদ্দিনকে (৩৫) হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।

হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক আরিফুর রহমান জানান, রোগীকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

নিহত জুলহাস উদ্দিন ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের দক্ষিণ হাতকড়া গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে।

নিহত সাংবাদিকের ঘনিষ্ঠজন স্থানীয় দলিল লেখক ইমরুল হোসেন জানান, ‘পূর্ব শত্রুতার জের ধরে মানিকগঞ্জের বাড়াই ভিকরা এলাকার পরিচিত কয়েকজন দুর্বৃত্ত প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে খুন করেছে।’ তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে স্থানীয় জনতা খুনের সঙ্গে জড়িত সন্দেহে দুই জনকে আটক পুলিশে সোপর্দ করে। এদিকে ঘটনার পর হাসপাতালে আসা নিহতের স্বজনদের আহাজারিতে হাসপাতাল ক্যাম্পাস ভারী হয়ে উঠে।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, ‘ঘটনাস্থলে জনতার হাতে আটক ছুরিকাঘাতকারী শাহিন ও মোয়াজ্জেম নামে দুই জনকে পুলিশে সোপর্দ করা হয়েছে।’

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকবর হোসেন জানান, ঘটনাস্থল ধামরাই উপজেলায়। সেই থানার ওসির সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন