|| সারাবেলা প্রতিনিধি, সাভার ||
ঢাকার ধামরাইয়ে গাছে ঝুলন্ত অবস্থায় ৬০ বছরের বৃদ্ধ জুলমত আলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার ১৪ই মার্চ সকালে উপজেলার ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের শরিফভাগ এলাকার ফুলকুঁড়ি স্কুলের পাশে একটি গাছ থেকে ওই বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
নিহত জুলমত ধামরাই উপজেলার পৌর এলাকার আইঙ্গন মহল্লার মাহমুদের ছেলে। সে আইঙ্গন বাজারে দিনে চা-পান বিক্রি করতেন এবং রাতে বাজারে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) রশিদ উদ্দিন জানান, পথচারীদের খবরের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে । মৃত্যুর প্রকৃত কারণ ময়না তদন্ত প্রতিবেদনের মাধ্যমে জানা যাবে । তবে ওই ব্যক্তি ঋণগ্রস্ত ছিলেন । এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা ।