|| সারাবেলা প্রতিনিধি, সাভার ||
ঢাকার ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় মারা গেছে এক তরুণী। সোমবার ৪ঠা জানুয়ারি সকাল ১০ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি বাসস্ট্যান্ডর কাছের সড়কে এই দুর্ঘটনা। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি ধামরাই থানা পুলিশ ।
এবিষয়ে গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম জানান, ওই তরুণী সকালে বাথুলি বাসস্ট্যান্ডে রাস্তা পার হচ্ছিলেন । এসময় দ্রুত গতিতে আসা স্কায়ার কোম্পানির একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ম ১১-২৩১৯) তরুণীকে চাপা দেয় । এরপরে আহত অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে চিকিৎসার জন্য মানিকগঞ্জ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ।
এঘটনার পর থেকেই নিহত তরুণীর পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা ।